ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি আগামীকাল সোমবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। এ সফরে তিনি রাজধানী ঢাকাসহ আশেপাশের কয়েকটি উল্লেখযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে সহিহ বোখারীর শেষ সবক, নসিহত ও দোয়া পরিচালনা করবেন। মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি সোমবার রাতে জামিয়া মাদানিয়া বারিধারায় বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় বসুন্ধরাস্থ ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারীর শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ জোহর জামিয়া শরইয়্যাহ মালিবাগে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। বাদ আসর তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদরাসার উদ্দেশ্য রওয়ানা হবেন। অতঃপর সেখানে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। রাতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর নারায়ণগজ্ঞে বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। আগামী বুধবার বাদ জোহর মুন্সিগজ্ঞ জেলার শ্রীনগরের জামিয়া মাদানিয়া কোলাপাড়ায় বুখারী শরীফের শেষ সবক ও নসিহত প্রদান করবেন। ওই দিন রাতে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে বুখারীর শেষ সবক, দস্তারে ফজিলত, নসিহত প্রদান ও দোয়া পরিচালনা করবেন। আগামী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান যোগে আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি দিল্লির উদ্দেশ্য ঢাকাত্যাগ করবেন।