
এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ওই পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন সেট সাজানো হয়েছিল দেশের বিভিন্ন ব্যান্ডদলের নামে।
সোমবার (১ জুলাই) ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরেন।
পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লিখা হয়, ‘২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্নকোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ এবং মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’
ওই পোস্টে প্রায় ১৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে জানিয়েছেন রাজশাহীতে ‘লালন’, বরিশালে ‘অ্যাশেজ’ ব্যান্ডের প্রশ্নের সেট পেয়েছেন তারা।




