ময়মনসিংহে নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে একজন খুন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাব আলী একই এলাকার তাহের আলীর ছেলে। মৃত আলতাব আলীর স্ত্রী থানায় বসে কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যা কারিদের ফাঁসি চায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতরাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সঙ্গে পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। এ সময় দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান আলতাব আলী। এতে রাসেল পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলীসহ আরও দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।