JuboKantho24 Logo

পবিত্র কাবায় স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী

সৌদির আরবের মক্কায় কাবা শরীফের ভেতর স্ত্রীর সামনেই এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ করতে গিয়েছিলেন।

রোববার (২ জুন) সৌদির সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামের ৫০ বছর বয়সী এই ব্যক্তি। এছাড়া সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন।

মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর মোহাম্মদ জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান। সেখানে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন তারা।

এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই মোহাম্মদ জুহাইর হঠাৎ করে মাটিতে পড়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেনও। এরপর তিনি আবার মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

তার স্ত্রী ফাওজিয়া, যিনি নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু প্রত্যক্ষ করেছেন— তিনি জানিয়েছেন, কুয়ালামপুর বিমাবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, “আল্লাহকে ধন্যবাদ আমরা হজ করতে যাচ্ছি। আমরা জানি না ফিরে আসব কিনা।”

ফাওজিয়া জানিয়েছেন, তার বিশ্বাস তার স্বামী হয়ত চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়।

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। যেসব মুসলিম নর ও নারীর আর্থিক ও শারীরিক সক্ষমতা আছে তাদের জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক।

সূত্র: গালফ নিউজ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ