JuboKantho24 Logo

বদরের চেতনায় উজ্জীবিত হয়ে হিন্দুত্ববাদি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে: ইফতার মাহফিলে আলোচকবৃন্দ

  • বদরের চেতনায় উজ্জীবিত হয়ে হিন্দুত্ববাদি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে:
    ইফতার মাহফিলে আলোচকবৃন্দ
    গতকাল (২৮ শে মার্চ) প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে “ঐতিহাসিক বদর দিবস:গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, দেশে আজ চরম সংকটময় মুহুর্ত বিরাজ করছে। শিক্ষিত ও বুদ্ধিজীবি সমাজ সামা

ন্য স্বার্থে নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস অধিকাংশই হারিয়ে ফেলেছে।ফলে এসুযোগে চরমপন্থী হি-ন্দু-ত্ব-বা-দীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রকাশ্যে দিবালোকে ইউনিভার্সিটিগুলোতে সিয়াম সাধনার মাসে ইফতার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তা মেনে নেয়া যায় না!তাই হিন্দুত্ববাদি অপশক্তির বিরুদ্ধে রুকে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে ধর্মহীনতার অনুপ্রবেশ ঘটানো হচ্ছে,তা রুখে দিতে না পারলে আমাদের মুসলিম সন্তানদের ঈমান আমল রক্ষা করতে আমরা ব্যর্থ হবো।তাই আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করতে হলে প্রাইভেট মাদরাসাগুলোকে দায়িত্ব নিতে হবে।সাথে সাথে লেখাপড়া ও তরবিয়তের মান যথেষ্ট বৃদ্ধি করতে হবে এবং পড়ালেখার পরিবেশ ও মান উন্নত করতে হবে।

প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে,মাওলানা গাজি মাসুদুর রহমানের পরিচানায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার সদস্য,টংগী দারুল উলুম মাদরাসার মুহতামিম,হযরত মাওলানা মুফতি মাসউদুল করীম,মাদরাসাতুল এহসান উত্তরার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান,মাদরাসাতুর রাহমান আল আরাবিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আক্তারুজ্জামান ও তাহযিবুল বানাত মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার।

আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব মাওলানা আব্দুল জাব্বার,সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম খান,মুফতি নূরে আলম সিদ্দিক,অর্থ সম্পাদক মুফতি আবুল কাসেম,প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান,মাওলানা নোমান ,হাফেজ আবু ইউসুফ,হাফেজ আসাদুল্লাহ,মাওলানা হুজাইফা আমিন,মাওলানা তানভীর আলম,মাওলানা আবুল হোসেন,মাওলানা ফজলুল হক,মাওলানা জুনায়েদ,মাওলানা মুহাম্মদুল্লাহ প্রমুখ

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ