গতকাল (২১ মার্চ) বাংলাদেশ খেলাফত যুব মজলিস রামপুরা থানার উদ্যোগে “আল্লামা মামুনুল হকের দ্রুত মুক্তি কামনা ও বহুমুখী সংকট থেকে উত্তরনে খেলাফতের অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, দেশে আজ চরম সংকটময় মুহুর্ত বিরাজ করছে। শিক্ষিত ও বুদ্ধিজীবি সমাজ সামান্য স্বার্থে নিজেদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সৎ সাহস অধিকাংশই হারিয়ে ফেলেছে। আল্লামা মামুনুল হকসহ গুটিকয়েক সাহসী আলেম যারা দেশ-জাতী ও ইসলামের পক্ষে সোচ্চার ছিলেন তাদেরকেও মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছে। এসুযোগে চরমপন্থী হি-ন্দু-ত্ব-বা-দীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চরমপন্থী হি*ন্দু*ত্ববা-দীদের কোন জায়গা হবেনা। দেশের জনগনই তাদেরকে রুখে দিবে ইনশা আল্লাহ!
যুব মজলিস রামপুরা থানার সভাপতি মাওলানা নাজমুল হাসান ফারুকীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ফাইসাল আহমাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, অফিস বিভাগের সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, মহানগর মজলিসে আমেলা সদস্য মুহাম্মাদ নাঈমুদ্দীন ও মালিবাগ জোন সহ-সভাপতি মুহাম্মাদ জসিমউদ্দীন ও রামপুরা থানার দায়িত্বশীলবৃন্দ।