JuboKantho24 Logo

বাংলাদেশ খেলাফত যুব মজলিস উত্তরা জোনের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস উত্তরা জোনের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

আগাামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “খেলাফতের পতন ও মুসলিম উম্মাহর নেতৃত্বহীন ১০০ বছর” শীর্ষক আলোচনা সভা।উক্ত সভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস উত্তরা জোনের উদ্যোগে দাওয়াতি মিছিল ও হ্যান্ডবিল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ সেপ্টেম্বর’২৪, বুধবার) বাদ আসর মিছিলটি উত্তরা ৪নং সেক্টর ১০ নং রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আজমপুর বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর মজলিসে আমেলা সদস্য ও উত্তরা জোন সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিন।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জোন সহ-সভাপতি মাওলানা হুজাইফা মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা জোনের নির্বাহী সদস্য মাওলানা গাজি মাসউদুর রহমান, যুব মজলিস উত্তরা পূর্ব থানার সভাপতি মাওলানা ফজলুল হক সিদ্দিকী,সহসভাপতি মাওলানা সুলাইমান সাদ,দক্ষিনখান থানা সভাপতি মাওলানা আল আমিন সিরাজী,সহসভাপতি আব্দুল মুমিন ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আব্দুল আহাদ।

সভাপতির বক্তব্যে মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নেতৃত্ব গ্রহণের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমরা যদি নেতৃত্বে না আসি তাহলে সমাজের খারাপ লোকগুলো ক্ষমতার চেয়ারে বসে আমাদের উপর পূর্বের ন্যায় জুলুম শুরু করবে। তাই আমাদেরকেই সমাজের সর্বস্তরের দায়িত্ব নিতে হবে। তাই সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন আমরা হাতে হাত রাখি ঐক্যবদ্ধ হই যুব মজলিসের আহবানে সাড়া দিয়ে এই দায়িত্ব গ্রহণ করি।

উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জামতলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী ও সহসভাপতি মুফতি তারেকুল ইসলামসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ