JuboKantho24 Logo

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় “মজলিসে খাস” পূণর্গঠন।

 

গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর মজলিসে শুরা আমের ১৫তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুরায় পূর্বের সেশনের মজলিসে খাস বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং ২৮ সদস্য বিশিষ্ট ২০২৫ সেশনে মজলিসে শূরায়ে খাস (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ) গঠন করা হয়।

সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের জনশক্তি নকীবদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন।

২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাওলানা মুহাম্মাদ মা-মু-নু-ল হক।

বিদায়ী বক্তব্য ও স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি আমীরে মজলিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক, তিনি বলেন আমরা বিদায় নিচ্ছি ঠিকই কিন্তু যুব মজলিস সারা জীবন আমাদের অন্তরে লালন করব, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে। ১৬ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুবসমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সব বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এ সময় তিনি যুব মজলিসের কর্মীদের ত্যাগ ও কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারা দেশে কাজ ছড়িয়ে দেওয়া ও খেলাফত প্রতিষ্ঠার কাজকে আরও বেগবান করতে আহ্বান জানান। তিনি আরোও বলেন যুব মজলিস কর্মী বা মুজাহিদ তৈরির কারখানা যারা আগামীতে দ্বীন বিজয়ের নিবেদিত প্রাণ হবে ও জাতীয় সংগঠনের হাল ধরবে।

আরও স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা শরীফ সাঈদুর রহমান, সাবেক সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাবেক প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাবেক প্রচার-প্রকাশনা ও অফিস বিভাগের সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মজলিসে খাসের সাবেক সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ মাহমুদ, ক্বারী হুসাইন আহমাদ, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা রেজাউল করীম প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ