JuboKantho24 Logo

ভাইকে বাঁচাতে পুকুরে লাফ দিলো বোন, অতঃপর প্রাণ গেল দুজনের

ছোট ভাই অকস্মাৎ পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় বড় বোন। কিন্তু দুজনের কেউই আর পানি থেকে উঠতে পারেননি। অবশেষে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভাই-বোনের। মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে

নিহত বোন নাফিজা মোবারক মাদিহার বয়স ৮ ও ভাইয়ের বয়স মো. ওমরে বয়স ৫। নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খুরশিদ আলম জানান, ভাইবোনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। একটি পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিলো দুই শিশু।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ