JuboKantho24 Logo

ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী

ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশ ‘সুপ্রতিবেশী’ সুলভ সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তাও চান তিনি।

গণভবনে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা এসময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত বিশেষ করে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। শিগগির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।

এর আগে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও অ্যান্তোনিও ডমিনগুয়েজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে বৃত্তি চালুর আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতেও আহ্বান জানান সরকার প্রধান। একইসাথে বাংলাদেশি জাহাজের ক্রুদের মুক্ত করতে প্রচেষ্টার জন্য সংস্থাটির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ