JuboKantho24 Logo

শনিবার জামিয়াতুল মানহাল উত্তরার বার্ষিক মাহফিল; থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম

জামিয়াতুল মানহাল আল কওমিয়া ডিয়াবাড়ি উত্তরার  বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী (২৩ ডিসেম্বর) শনিবার বাদ যোহর হতে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হবে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১৮ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান এমপি।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল-হাইআতুল উলিইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূম সাভারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল হাবীব, জামিয়াতুন নূর আল কাসিমিয়া উত্তরার মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী,  মারকাযুত তারবিয়া বাংলাদেশের মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রমুখ।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ