বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল (২৮ জুন’২৪) অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির বৈঠক থেকে আগামী ৩০ জুলাই’২৪ মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা সম্মেলন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভ’ইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী প্রমুখ।
বৈঠকে ২৭ জুলাই এর পরিবর্তে ৩০ জুলাই সম্মেলন করার সিদ্ধান্ত হয়।