JuboKantho24 Logo

৪ হাজার ভোটারের কেন্দ্রে ১ ঘণ্টায় ভোট পড়েছে ৩টি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ থেকে বগুড়ার ৩ উপজেলায় শুরু হয়েছে ভোট। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম। বগুড়া সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা ভোট পড়েছে মাত্র ৩টি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাহবুবর রহমান জানান, এ কেন্দ্রে ভোটার ৪ হাজর ৯০ জন। প্রথম এক ঘণ্টার ভোট পড়েছে ৩টি। কেন্দ্রে ভোটার নেই বললেও চলে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বদ্বিতা করছেন।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ২২ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। বাকি উপজেলাগুলোতে ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কর্তাদের মধ্যে শঙ্কা রয়েছে। কারণ, বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনে এর আগের দুই ধাপে কম ভোটার উপস্থিতির রেকর্ড রয়েছে।

Jubokantho24 Ad
এ জাতীয় আরো সংবাদ
এ জাতীয় আরো সংবাদ