বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উত্তরা জোনের উদ্যোগে কর্মী বৈঠক অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর মাঠ পর্যায়ে যুব মজলিসের কাজ করার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। সে সুযোগকে আমাদের কাজে লাগিয়ে বৃহত্তর উত্তরাকে যুব মজলিসের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। ব্যাপক দাওয়াতি মিশন চালাতে হবে। আল্লামা মামুনুল হকের প্রতিটি সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমান করে আমাদের সংগঠনের প্রতি মানুষ কতইনা ভালোবাসে,তাদের এই আগ্রহকে আমাদেরকে কাজে লাগাতে হবে।
যুব মজলিস উত্তরা জোনের সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, উত্তরা জোনের সহ-সভাপতি মাওলানা মাহমুদ হুজাইফা,সাংগঠনিক সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম জিহাদি প্রমুখ।