মাহমুদ রিদওয়ান নামে 'https://www.facebook.com/share/p/o9n8sey7HGrh1NYA/?mibextid=oFDknk' তার এক সহপাঠীর ফেসবুক পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো-
গত ২২ জুন আশ শফিক একাডেমি সাইনবোর্ড, ঢাকা তে আয়োজন করা হয়েছিলো হাতের লেখা প্রশিক্ষণ। সেখানে অধমও অংশগ্রহণ করেছিলাম। এই ছেলে দুটি আমার পিছনের তেপায়ায় ছিলো। পটিয়া মাদ্রাসার ছাত্র। খুব নম্র ও ভদ্র।২৬ জুন কোর্স শেষ হওয়ার পর আমাদের প্রশিক্ষণ একাডেমি থেকে নিউজ আসে যে,বাড়িতে যাওয়ার পথে দু'জন প্রশিক্ষণার্থী নিখোঁজ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে এসেছে সন্দেহ করে র্যাব তাদের গ্রেফতার করেছে। গত কয়েক বছরে বিভিন্ন জঙ্গি আস্তানায় হামলা করে শতাধিক জঙ্গি গ্রেফতার করা হয়েছে।তন্মধ্যে একজন ও কওমী মাদ্রাসার ছাত্র ছিলোনা।তারপর ও কেনো বারবার বেহায়ার মতো আমাদের দিকেই আঙুল তুলছেন?কেনো মা বাবার চোখ অশ্রুসিক্ত করছেন? কেনো ইলমে ওহী আহরণের বাঁধা হয়ে দাড়িয়ে আছেন?
প্রভুর দরবারে বিচার দিলাম।মনে রাখবেন, তোদের ও একদিন কাঠগড়ায় দাড়াতে হবে। সেদিন পালানোর পথ পাওয়া যাবেনা।