জমিয়ত কোন ব্যক্তি বা পরিবারনির্ভর সংগঠনে পরিণত হয়নি –মাওলানা উবায়দুল্লাহ ফারুক
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, জমিয়তের বয়স এখন একশত পাঁচ বছর চলছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া এই কাফেলা কোন ব্যক্তি বা পরিবারনির্ভর সংগঠনে পরিণত হয়নি। জমিয়তের প্রতিটি সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে গ্রহণ করা হয়। সুতরাং ছাত্র জমিয়ত ও যুব জমিয়তকে ঐতিহ্যবাহী এই দলের দুটি শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে মাঠে থাকতে হবে। আজ ৪ অক্টোবর ২০২৪ঈ. শুক্রবার সকালে নবাবগঞ্জ টিকরপুর বাসস্ট্যান্ডে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।
যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আহবায়ক মুফতী শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, যুব সমাজ হল সমাজ ও রাষ্ট্রের প্রাণশক্তি, তাই তাদেরকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, যুব জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান মাদানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন সবুজ।
উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে মুফতী শফিকুল ইসলামকে সভাপতি,মুফতী রাশেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা শরীফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের কমিটি গঠিত হয়।