আরাফাত নুর:
প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে দক্ষিনখান থানাধীন ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (০৪ মে ) সকালে আজমপুর রেলগেট সংলগ্ন ফরিদ মার্কেট এলাকায় স্যালাইন ও খাবার পানি বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আমিনুল হক বলেন, ‘বিএনপি দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে এই প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘তাপপ্রবাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনা পরিচালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আনোয়ারুজ্জামান, মোস্তফা জামান,আহ্বায়ক সদস্য আলী আকবর, আলাউদ্দিন সরকার, ছালাম সরকার, আহসান হাবিব, ইউসুফ, আঃ রাজ্জাক,দক্ষিন খান থানার যুগ্ম আহ্বায়ক আমিরুল বাবলু, নাজিম দেওয়ান, শাহজালাল, শাজাহান আলীপ্রমুখ।